ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

নারীর লাশ দাফনে যুবদল নেতার বাধা, ২০ ঘন্টা পর অন্য জায়গায় দাফন!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৫

নারীর লাশ দাফনে যুবদল নেতার বাধা, ২০ ঘন্টা পর অন্য জায়গায় দাফন!

ছবি: সংগৃহীত

বাউফলে এক যুবদল নেতার বাঁধার কারণে কবরস্থানে এক নারীর লাশ দাফন করা সম্ভব হয়নি। এরফলে ২০ ঘন্টা পর অন্য জায়গায় ওই নারীর লাশ দাফন করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায়  মানুষের মধ্যে ব্যাপক  ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই যুবদল নেতার নাম আহাদুল ইসলাম টিপু খান (৪৮)। তিনি মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি।


ওই নারীর স্বজনরা অভিযোগ করেন, মদনপুরা গ্রামের চৌকিদার পরিবার ও খান পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের।  শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর দুইটার দিকে মো. মতলেব চৌকিদারের স্ত্রী রাশেদা বেগম (৬০)মারা যান। তাঁকে মতলেব চৌকিদারের বড় ভাই ও ভাবির কবরের পাশে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন । 


খবর পেয়ে যুবদল নেতা টিপু খান লোকজন নিয়ে তাতে বাঁধা  দিলে  নিরুপায় হয়ে মৃত রাশেদা বেগমের স্বজনরা বাউফল থানায় যান। সেখানেও কোনো সুরাহা হয়নি। পরে আজ শনিবার সকাল নয়টার দিকে তার লাশ আবদুল  মতলেব গাজীর জায়গায় দাফন করা হয়।


মৃত রাশেদা বেগমের   ছেলে মো. মাহফুজুর রহমান (৩৫) অভিযোগ করেছেন, তাঁদের পরিবারের সবার সিদ্ধান্ত ছিল পারিবারিক কবরস্থানে চাচা ও চাচীর কবরের পাশে দাফন করা হবে। যুবদল নেতা টিপু খানের কারণে তা সম্ভব হয়নি।


এ বিষয়ে যুবদল নেতা মো.আহাদুল ইসলাম বলেন,যেখানে কবর দিতে চেয়েছিলেন, সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান। কোনো বাঁধা দেইনি, মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কোনো কার্যক্রম না করার জন্য বলেছি।

শিহাব

×