ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, গ্রামের মানুষ শোকে মুহ্যমান

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।

প্রকাশিত: ১২:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৫

বাস চাপায়  স্বামী-স্ত্রীসহ  নিহত ৩, গ্রামের মানুষ শোকে মুহ্যমান

সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রাম শোকে মুহ্যমান। এর আগে একই পরিবারের তিনজনকে দাফন করা হয়নি। শনিবার সকালে সেই দাফন কাজ করা হলো । ইসলামী জালসার নিমন্ত্রণে আত্বীয় বাড়ি যাবার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের মুলিবাড়িতে শুক্রবার রাতে বাস চাপায় বাঐতারা গ্রামের গ্রীস প্রবাসী স্বামী ও তার স্ত্রী বোন সহ পরিবারের ৩ জন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গ্রীস প্রবাসী শফিকুল ইসলাম (৪৫) ও স্ত্রী সুমনা বেগম (৩৫) এবং ছোট বোন লাকী খাতুন (৩০)। আহতরা হলেন, একই গ্রামের রঙ্গিলা বেগম (৬০), নুরুল ইসলাম (৪৬) জুবায়দা খাতুন (২৭), রাইসা মনি (৭)। তারা একে অপরের আত্বীয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় অজ্ঞাতনামা বাস ৭ যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালকসহ সব ভ্যানযাত্রী মারাত্বক আহত হন। ঘটনাস্থলেই নিহত হয় দুই জন। বাকীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেবার পথে লাকী খাতুন নিহতহন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। 

পরিবারিক সূত্র জানিয়েছে, তারা অটো ভ্যান যোগে বাঐতারা থেকে পাশের মাইঝাইল গ্রামে ইসলামী জালসার নিমন্ত্রণে আত্বীয় বাড়ি যাচ্ছিলেন।

নুসরাত

×