ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটের ফেরি সার্ভিস। মাঝ নদীতে যাত্রী ও যানবাহনসহ আটকা পড়েছে তিনটি ফেরি। শুক্রবার মধ্য রাতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে, কুয়াশার ঘনত্ব কমলে ফেরি সার্ভিস পুনরায় চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পারের জন্য আসা উভয় প্রান্তে বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা যেন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাট সংশ্লিষ্টরা পোহাচ্ছ নানা দুর্ভোগ।
ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ জানিয়েছেন, শুক্রবার রাত ১২ টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত দেড়টায় আরিচা-কাজিরহাট রুট কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এসময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ পদ্মায় দিক হারিয়ে যাত্রী ও যানবাহন বোঝাই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বাইগার অনুরুপ কাজিরহাট থেকে আরিচা আসার পথে মাঝ যমুনায় আটকে আছে খানজাহান আলী নামক তিনটি ফেরি। দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি আরো জানান, ফেরি চলাচল স্বাভাবিক হলে উভয় ঘাটে অপেক্ষামান যানবাহন গুলো দ্রুত পারাপার করা হবে।
রাজু