
ছবি: সংগৃহীত।
ফরিদপুরে চালকে হত্যা করে রিক্সা ছিনতাই করেছে দুবৃত্তরা। সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের হাতেম খা পাড়ার হাকি মোল্লার পুকুর পারে এ হত্যাকন্ডের ঘটনা ঘটেছে।
নিহতের স্বজনরা জানান, রিক্সা চালকের নাম ফরহাদ মোল্লা (২৫)। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দের পাচুরিয়ার আন্ধারমানিক এলাকার সাত্তার প্রামানিকের ছেলে। ফরহাদ এক বছর আগে বিয়ে করেছেন, এরপর থেকে রিক্সা চালায়। এর আগে সে ঢাকায় পোশাক শিল্প কারখানায় চাকরি করতেন। ফরহাদের স্ত্রী সন্তান সম্ভবা। সন্তানের মুখ দেখার আগেই চলে যেতে হলো তাকে। বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ ছিল।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে হাকি মোল্লার পুকুরের পাশে ফসলি জমিতে একটি মুঠোফোন কুড়িয়ে পান একজন নারী। সেই ফোনে ফরহাদের পরিবার কল দিলে সে ঠিকানা দেন। সেই স্থানের একটু পাশে ফরহাদের ফুল প্যান্ট ও স্যান্ডেল দেখে সকলে মিলে খোজাখুজি করে পরিত্যাক্ত কলা গাছের স্তুপের নিচে ফরহাদের মৃতদেহ খুজে পান স্বজনেরা।
কোতয়ালী থানা পুলিশের এসআই শক্তিপদ মৃধা জানান, খবর পেয়ে বেলা ১২টা পর আমরা ঘটনাস্থলে যাই। বৃহস্পতিবার রাত নয়টা থেকে দশটার দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় এটা রিক্সা ছিনতাই করে হত্যা বলে মনে হচ্ছে। সিআইডির ফরেনসিক টিম ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসছে। তদন্তর পর আসল ঘটনা জানা যাবে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থ্যা নিতে থানায় এসেছেন। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হবে। ময়না তদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সায়মা ইসলাম