ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান কারাগারে

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ২০:১৮, ৩০ জানুয়ারি ২০২৫

ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান কারাগারে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. কাউসার ভূঁইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে আসলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন এই কাউসার ভূঁইয়া। এ ছাড়া, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর নিক্সনের প্রার্থী ছিলেন তিনি। ভাঙ্গা উপজেলার মানুষ তাঁকে নিক্সন চৌধুরীর সবচেয়ে আস্থাভাজন লোক হিসেবে চিনতেন।

ফরিদপুরের কোর্ট পরিদর্শক নাজনীন খানম বলেন, দুপুরে কাউসার ভুইয়া স্বেচ্ছায় আদালত হাজিরা দিতে আসেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউসার সাবেক উপজেলা চেয়ারম্যানের নামে ভাঙ্গা থানায় দুটি মামলা রয়েছে। একটি বিস্ফোরক আইনে অন্যটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা।

আশিক

সম্পর্কিত বিষয়:

×