ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

চন্দনাইশে শঙ্খ নদী থেকে বালু তোলায় হুমকির মুখে দুই সেতু

সংবাদদাতা, চন্দনাইশ, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৫৭, ২৯ জানুয়ারি ২০২৫

চন্দনাইশে শঙ্খ নদী থেকে বালু তোলায় হুমকির মুখে দুই সেতু

রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী শঙ্খ নদীর দক্ষিণপাড় থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে মাটিদস্যুরা। এতে হুমকির মুখে পড়েছে নদীর ওপর নির্মিত দোহাজারী সড়ক ও রেল সেতু। 
সোমবার রাত ১১টায় স্থানীয়রা ২টি বালুভর্তি ডাম্পার আটক করে। খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি ফয়সাল ও থানা পুলিশ ঘটনাস্থলে ট্রাক ২টি নিয়ে যাওয়ার সময় মাঝপথে ১টি ডাম্পার গায়েব হয়ে যায়। এদিকে, শঙ্খ নদীর পাড় থেকে ২ ব্রিজের মধ্যখান থেকে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে দোহাজারী ব্রিজ ও রেল ব্রিজ। স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এ মাটিদস্যুরা বিগত সরকারের আমলে নদীর দুইপাড়ের মাটি কেটে সাবাড় করেছে।

সরকার বদল হলেও তাদের এ কাজ থেমে নেই। ৫ আগস্টের পর আ’লীগের কয়েকজন এবং বিএনপি সমর্থিত এক নেতার নাম ভাঙিয়ে সিন্ডিকেট তৈরি করে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এদের মধ্যে ১৫ জনের অধিক এই ব্যবসায় জড়িত রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ২টি শক্তিশালি গ্রুপ এ অবৈধ বালু উত্তোলন ব্যবসায় জড়িত থাকার কারণে ভয়ে কেউ মুখ খুলছে না।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেছেন, নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমোদন বিষয়ে তার জানা নেই। তা ছাড়া নদীর গতি রক্ষার জন্য ড্রেজিংয়ের ব্যবস্থা করে থাকে পানি উন্নয়ন বোর্ড। এ ধরনের কোনো অনুমতির কাগজপত্র তার কাছে কেউ উপস্থাপন করেননি বলে তিনি জানান। অবৈধভাবে নদীর পাড় কেটে কেউ মাটি কাটার সংবাদ পেলে অবশ্যই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।

×