ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: তিন বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।।

প্রকাশিত: ২১:৪৯, ২৯ জানুয়ারি ২০২৫

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: তিন বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা

 

 লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়পুরের তত্ত্বাবধানে বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) তারিখ রায়পুর উপজেলার হায়দারগঞ্জে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লাইসেন্সবিহীন পণ্যের মোড়কে বিএসটিআই লোগো ব্যবহার এবং যথাযথ অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে নিউ জান্নাত বেকারি, চাঁদ তারা বেকারি এবং দিলশাদ বেকারিকে মোট ৭৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই পরিদর্শক, ফিল্ড অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, একই অভিযানে কৃষিজমির টপ সয়েল কেটে ঝুঁকিপূর্ণ পাওয়ার টিলারচালিত ট্রলিতে পরিবহন করার অপরাধে অভিযুক্তকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাজিদ

×