ছবিঃ সংগৃহীত
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৫ দিন পর হাবি মিয়া (৪৫) নামে এক ট্রলার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার নিলক্ষা এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করে করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ি। করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুব্রত কুমার পোদ্দার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাবি মিয়া (৪৫) নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের মালেক মিয়ার ছেলে। নিখোঁজের পর গত ২১ জানুয়ারি রাতে নরসিংদী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হাবির মামাতো ভাই নায়েব আলী মিয়া।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকাল ৯টায় ট্রলার নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন হাবি মিয়া। ওইদিন তাঁর ট্রলারটি পাওয়া গেলেও তিনি নিখোঁজ ছিলেন। ৫ দিন পর রোববার হাত-পা বাঁধা অবস্থায় নিলক্ষা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পুলিশ মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা হাবি মিয়াকে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার পোদ্দার সাংবাদিকদের জানান, মরদেহের পায়ে রশি দিয়ে বাঁধা ছিল, আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার হতে এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের পর পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আসিফ