ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

সুন্দরবনে অস্ত্রসহ ৩ ডাকাতকে কোষ্টগার্ডে দিলেন জেলেরা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৪:৪৫, ২৭ জানুয়ারি ২০২৫

সুন্দরবনে অস্ত্রসহ ৩ ডাকাতকে কোষ্টগার্ডে দিলেন জেলেরা

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

বাগেরহাটে সুন্দবনের দুবলার চরের জেলে পল্লিতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় তিন জলদস্যুকে গণধোলাই দিয়েছেন জেলেরা। পরে ওই তিন দস্যুকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুবলার চরের জেলেরা কোস্ট গার্ডের কাছে সোপর্দ করেন। 

সোমবার (১৭ জানুয়ারি) দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রবিবার মধ্যরাতের দিকে দুবলার চরে একটি ফিশিং ট্রলারে করে ১০ থেকে ১২ জনের দস্যুদের একটি দল দুই ভাগে বিভক্ত জেলেদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন জেলেকে তারা জিম্মি করে। এরপর দস্যুদের একটি গ্রুপ দক্ষিণ দিকে চলে যায়। অন্য গ্রুপটি পাঁচ জেলেকে জিম্মি করে রাখে। পরে জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে এবং তিন দস্যুকে গণধোলাই দেয়।’

কামাল উদ্দিন বলেন, ‘এ সময় তাদের কাছ থেকে দেশীয় একটি অস্ত্র ও গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্র-গুলিসহ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।’ 

কোস্টগার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, ‘সেখানে অভিযান চলছে।’

এম হাসান

×