প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী শনিরআকড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শনিরআকড়া অগ্রদূত স্কুলের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত সাথীর ভাই মো. শাকিল হোসেন জানান, তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার সাতারপাইয়া বাজার এলাকায়। তার বাবার নাম মফিজুর রহমান। সাথী যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন এবং শনিরআকড়া এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করতেন।
তিনি আরও জানান, বাসায় একাই থাকতেন সাথী। আজ সকালে বাসা থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। শনিরআকড়া অগ্রদূত স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে সাথীকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
JF