ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় জেলেদের মানববন্ধন  

ভারতীয় নাগরিককে বিল ইজারা দেয়ার পায়তারার অভিযোগ 

প্রকাশিত: ২২:৫৭, ২৬ জানুয়ারি ২০২৫

ভারতীয় নাগরিককে বিল ইজারা দেয়ার পায়তারার অভিযোগ 

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় নাগরিককে বিল ইজারা দেয়ার পায়তারার অভিযোগ এনে মানববন্ধন করেছে স্থানীয় মৎস্যজীবীরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হন নাসিরনগর উপজেলার ভলাকূট-কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। তথ্য গোপন করে ভারতীয় নাগরিক সজল দাস এর নামে নাসিরনগর উপজেলার ভলাকূট ইউনিয়নের ভলাকূট মৌজার বিল পুটিয়া উন্নয়ন প্রকল্প ইজারার আবেদনের বিরুদ্ধে তারা এ মানববন্ধন করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভলাকূট-কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পঙ্কজ দাস, সাধারণ সম্পাদক নান্টু দাস, সমিতির সদস্য গোপাল দাস, অতীন্দ্র দাস সহ প্রমুখ।

ভলাকূট-কান্দিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পঙ্কজ দাস বলেন, ভারতীয় নাগরিক সজল দাসের নামে ভলাকূট মৌজার বিল পুটিয়া উন্নয়ন প্রকল্প ৬ বছরের স্কিম পাওয়ার জন্য পাশের গোয়ালনগর ইউনিয়নের ভিটাডুবি উত্তর মৎস্যজীবী সমিতি আবেদন করেছে। ভারতের আসামের নাগরিক সজল দাসের নামে অতিরিক্ত মূল্য দিয়ে বিল ইজারা নেয়ার পাঁয়তারা করছেন। ওই সমিতির চেয়ে ভলাকূট-কান্দিপাড়া মৎস্যজীবী সমিতির সদস্য সংখ্যা বেশি। 

মানববন্ধনে তারা দাবি করেন, স্বাধীনতার পর থেকে জেলেরা তিন বছরের জন্য ইজারা নিচ্ছেন ভলাকূটের পুটিয়া বিল। তবে এ বছর সজল দাস নামে এক ভারতীয় নাগরিকের কাছে অতিরিক্ত টাকায় বিলটি ইজারা দেয়ার প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দ্রুত স্থানীয় জেলেদের কাছে বিলটি ইজারা দেয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলেরা।

JF

×