ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর।

প্রকাশিত: ২২:৫০, ২৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:৫০, ২৬ জানুয়ারি ২০২৫

রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শহিদ ওসমান ও শহিদ ফয়েজের পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান শহিদ পরিবারের খোঁজ নিতে গিয়ে এই সেলাই মেশিন উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাব্বির।

শহিদ ফয়েজের মা জানান, “আমার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হয়েছে। ইউএনও স্যার সবসময় আমাদের খোঁজখবর রাখেন। এর আগেও তিনি আর্থিক সহযোগিতা করেছেন। আজ সেলাই মেশিনসহ ফল নিয়ে এসেছেন, আমি খুব খুশি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শহিদ পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। আজ তাদের জন্য সেলাই মেশিনসহ কিছু উপহার নিয়ে এসেছি। এছাড়া শহিদ ফয়েজের বাবার ঘরে পানি পড়ার সমস্যার কথা শুনে তাৎক্ষণিক টিন, নগদ অর্থ এবং সরকারি টিসিবি কার্ডসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি।”

উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ শহিদ পরিবারের পাশে থাকার এক অনন্য উদাহরণ।

নুসরাত

×