ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

সীমান্তে রক্ত ঝরছেঃ বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা

প্রকাশিত: ২২:৪৮, ২৬ জানুয়ারি ২০২৫

সীমান্তে রক্ত ঝরছেঃ বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা

ছবি: সংগৃহীত

কুলাউড়ায় সীমান্তে ভারতীয়দের হামলায় বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তে ঢুকে ভারতীয় নাগরিকদের হামলায় আহাদ আলী (৩৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এলাকার এওলাছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আহাদ আলী এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীদের সঙ্গে কথা-কাটাকাটি হয় আহাদ আলীর। একপর্যায়ে হায়দার আলী ও তার দলবল আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহাদকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফসার বলেন, "মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতরা ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।"

সূত্রঃ https://dailyamardesh.com/bangladesh/sylhet/amd5amsysern0?fbclid=IwY2xjawIDRBpleHRuA2FlbQIxMQABHT7ejPw1CoDrb_Tkh_8ug1ZdKyqxsiW1pGJyOz0HDTofRnlNsp7myiW_1Q_aem_jy9GYRpX9T5zeCWYmb0z_Q

আসিফ

×