ডা. নিমাই দাস ও তার টিম এবং শিশুটি।
ফরিদপুরে ১৩ মাসের একটি শিশুকে অভিভাবকরা কান্না থামাতে হাতে তুলে দেন একটি চাবির গোছা। অসাবধানতাবশত সেই ২টি চাবিসহ গোছাটি খেয়ে ফেলে শিশুটি। পরে শহরের বেসরকারি প্রতিষ্ঠান হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে ওই শিশুর পেটের ভেতর থেকে রিংসহ চাবি বের করে আনা হয়।
অ্যান্ডোস্কোপি মেশিনের সাহায্যে অসাবধানতাবশত আটকে থাকা রিংসহ দুটি চাবি সফলভাবে অপসারণ করেছেন হাসপাতালটির ডা. নিমাই দাস ও তার টিম।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে হাসপাতালটির চিকিৎসক নিমাই দাস জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবার জানায়, আমরা ঘটনা ঘটার পর হতবিহবল হয়ে পড়ি। পরে এই হাসপাতালে আসি। এখন শিশুটি সুস্থ আছে।
ডা.নিমাই দাস জানান, গত বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে অপারেশন করে ওই চাবি বের করা হয়।
তিনি বলেন, অ্যান্ডোস্কোপি বা কোলোনোস্কপি মেশিনের মাধ্যমে পাকস্থলীতে বা শরীরের অন্য অংশে আঁটকে থাকা বস্তু অপসারণের মতো জটিল চিকিৎসা পদ্ধতিও সফলতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
এম হাসান