কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বন্ধু মেডিকেল হলের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ে একটি বার্তা দেখা গেছে। সেখানে লেখা ছিল, "ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।"
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে সাইনবোর্ডটি হ্যাক হয় বলে জানা গেছে। তাড়াইল থানার ওসি সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইনবোর্ডটি হ্যাক হওয়ার পর বার্তাটি প্রদর্শিত হয় এবং পরে সেটি বন্ধ করে রাখা হয়েছে।
রাজু