ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

পটুয়াখালীতে আজহারীর মাহফিলে উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৩:২৩, ২৬ জানুয়ারি ২০২৫

পটুয়াখালীতে আজহারীর মাহফিলে উপচেপড়া ভিড়

দেশের খ্যাতিমান ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে পটুয়াখালীতে মানুষের ঢল নামে।

শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টায় শহীদ মিনার মাঠে বক্তব্য শুরু করেন তিনি। লাখো মুসল্লির উপস্থিতিতে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বিকেলে হেলিকপ্টারে পটুয়াখালী পৌঁছালে তাকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

তবে ভিড়ের কারণে অনেকেই বক্তব্য শুনতে না পেরে ফিরে যেতে বাধ্য হন। আয়োজকরা জানান, মানুষের সাড়া প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে, তবে সবার জন্য সুযোগ তৈরিতে তারা চেষ্টা করছেন।

 

রাজু

আরো পড়ুন  

×