ছবি: সংগৃহীত
লালমনিরহাটে একদম অপ্রত্যাশিতভাবে শিয়ালের আক্রমণ বেড়ে গেছে। গত ২০ জানুয়ারি রাতে শহরের বিভিন্ন জায়গায় শিয়ালের কামড়ে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। এই ঘটনায় সবাই ভয়ে কাঁপছে।
এই রাতে মিশনমোড়, সার্কিট হাউস, পুলিশ লাইন ও বটতলা এলাকায় শিয়ালটি হঠাৎ আক্রমণ শুরু করে। প্রথমে শিয়ালটি ট্রাক শ্রমিক জেমস্ পিটার শচিনকে কামড়ে তার অণ্ডকোষের অংশ ছিঁড়ে নিয়ে যায়। শচিন অনেক সময় ধরে শিয়ালের সঙ্গে লড়াই করে নিজেকে রক্ষা করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এছাড়া, সেনামৈত্রী বাজারের মোবাইল ব্যবসায়ী সাব্বির আহমেদ ও তার সহকর্মীরা শিয়ালটিকে ধাওয়া করতে গেলে শিয়ালটি তাদেরও কামড়ে দেয়। শিয়ালটি আরও সাতজনকে কামড়ে আহত করে।
রাস্তায় শিয়ালের আক্রমণ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিয়ালটি পালিয়ে গিয়ে আবারও আক্রমণ শুরু করতে পারে, এমন আশঙ্কা দেখা দিয়েছে।
এ ঘটনায় শহরের মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে এবং সবাই শিয়ালটির হাত থেকে রক্ষা পেতে সাবধানী হয়ে উঠেছে।
ভিডিও দেখুন: https://youtu.be/N3E_Hddecpc?si=hpa8uTVmiSICi7Im
এম.কে.