কিশোরগঞ্জের ভৈরবে একটি বিয়েতে ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। এক বর সেজে কনে বাড়িতে হাজির হন ২০ জন যুবক! এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, আর বিয়ে দেখতে ভিড় করেন শতশত মানুষ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে এই মজার ঘটনা ঘটে। বরযাত্রীদের মধ্যে ২০ জন শেরওয়ানি ও পাগড়ি পরে হাজির হওয়ায় কে আসল বর, তা বুঝতে গেট আটকে বিপাকে পড়ে কনে পক্ষ। তবে এটি ছিল আনন্দঘন এক আয়োজন, যা সবাই বেশ উপভোগ করেন।
বর ছাব্বির হোসেন সজীব, পেশায় সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট পিআর আল আমিন মাহমুদ শিপনের ছেলে। তার বিয়েতে এমন আয়োজন করেন তার পরিবার ও বন্ধুরা। মোটরসাইকেল ও প্রাইভেটকারে ২০ বর সেজে কনে বাড়ি পৌঁছানোর এ অভিনব পরিকল্পনা ছিল বিয়েকে স্মরণীয় করে তোলার জন্য।
বরের বাবা জানান, বিয়েকে আনন্দময় করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বর ও কনে পক্ষ উভয়েই এতে দারুণ আনন্দিত হয়েছেন। বর সজীব ও কনে জ্যোতি আক্তার স্বর্ণাও এই আয়োজনকে জীবনের বিশেষ স্মৃতি হিসেবে মনে রাখবেন।
এলাকার লোকজন ও অতিথিরা এই অভিনব আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন এবং পুরো দিনটি আনন্দে কেটেছে।
রাজু