মেট্রোরেল সার্ভিস দুই দফায় ৫০ মিনিট বন্ধ ছিল
সিগন্যালিং সমস্যার কারণে শনিবার উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল সার্ভিস দুই দফায় ৫০ মিনিট বন্ধ ছিল। প্রথমে শনিবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০ মিনিট এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা ১৫ মিনিট থেকে সোয়া ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। পরে দুপুর ২টা ১৬ মিনিটের দিকে মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। কিন্তু উত্তরা উত্তর পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
শনিবার সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত উত্তরা অংশের সিগন্যালিংয়ের কাজ চলছিল বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)’র কর্মকর্তারা জানান। এদিকে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থাকায় মেট্রোরেলে যাত্রী চাপ ছিল বেশি। তাই দুই দফা মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে বলে যাত্রীরা জানান।
ডিএমটিসিএল’র সূত্র জানায়, শনিবার যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। দুপুর ১টা ১৫ মিনিট থেকে অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) সমস্যা হওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে অর্থাৎ পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু পুরো পথে শনিবার সন্ধ্যা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
সিগন্যালিং সমস্যার কারণে উত্তরা অংশে মেট্রোরেল চালু করা যায়নি। বিষয়টি সমাধানে সিগন্যালিং এবং অপারেশন বিভাগ থেকে কাজ করা হচ্ছে বলে ডিএমটিসিএল’র কর্মকর্তারা জানান।
ডিএমটিসিএল’র সহকারী ব্যবস্থাপক (অপারেশন কন্ট্রোল সেন্টার ম্যানেজমেন্ট) মো. সাজিদ হাসান জনকণ্ঠকে বলেন, উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সার্ভিসের উত্তরা অংশে সিগন্যালিং সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই এই অংশে ট্রেন চলাচল শুরু হবে।
এদিকে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থাকায় মেট্রোরেলে যাত্রীর চাপ ছিল বেশি। ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অধিক যাত্রীর চাপে শনিবার সকালের দিকে একটি ট্রেনের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) সমস্যায় ট্রেন চলাচল বিঘœ হয়।
দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর থেকেই সমস্যা শুরু হয়। ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝপথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে থেমে থাকার পর ট্রেনটি পুনরায় উত্তরা সেন্টারে নেওয়া হয়। এরপর যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরে দুপুর সোয়া ২টায় মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশনে আয়শা ছিদ্দিকা নামের এক যাত্রী জানান, দুপুরের পরে ট্রেন চালু হলেও বিলম্ব ছিল। দুপুর ৩টার দিকে যাত্রীদের চাপ ছিল বেশি। মামুন নামে এক যাত্রী জানান, মিরপুর-১০ নম্বর স্টেশনে আধঘণ্টা অপেক্ষা করে ট্রেন পাইনি। তাই বাসে অফিসে যেতে হয়েছে।