ছবি: সংগৃহীত
শনিবার বেলা দেড়টার দিকে হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। তবে এক ঘণ্টার মধ্যে মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।
স্টেশনে থাকা কয়েকজন যাত্রী বলেন, ট্রেনে ওঠার সময় পল্লবী পর্যন্ত যাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এরপর আর ট্রেন চলেনি।
এদিকে মেট্রোরেল সেবা বিঘ্নিত হওয়ায় প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে স্টেশনগুলোতে। অপেক্ষা করছেন হাজারো যাত্রী।
জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওনা করার পর থেকেই শুরু হয় সমস্যা। ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝ পথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে বন্ধ থাকার পর ট্রেনটিকে পুনরায় উত্তরা সেন্টারে নেয়া হয়। যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ।
সূত্র: https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fyoutu.be%2F1CKlII0cxp8%3Fsi%3Dv6PCP-PtsVzILiZ-%26fbclid%3DIwZXh0bgNhZW0CMTAAAR1IjfMBh-Luhl6dR6KgAB_Ln6Y39OMPcW0O0jMvq8vawTFJMTum2Q5mAuA_aem_RPzlNUp-EP4WKSopLV2m0g&h=AT20c3PVcHwP9EtfxeyAN3xPurxJPLEeRi7V1eYVXxe0H76pCLPb5g4NQmNjz5qFYPDpVpwU2S1cN1bV-ypNSvrJ2kCTCT5bu-HLh4iRc1aY6Vrt0hLS7TluKxnOIfIikP2Nzw
ইসরাত