ছবি: সংগৃহীত
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে কনকনে শীত ও ঠান্ডায় বিপাকে পড়েছেন মানুষ। একই সঙ্গে সূর্য দেখা না দেওয়ায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির মতো ঝড়তে দেখা গেছে কুয়াশা। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে।
আবহাওয়া অফিস সূত্রে, জেলায় তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও গত দুদিন থেকে তা কমে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
গত শুক্রবার সকাল ৯টায় (২৪ জানুয়ারি) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও শনিবার সকাল ৬টায় (২১ জানুয়ারি) তা কমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ থেকে ১৩ কিলোমিটার।
সরেজমিনে দেখা গেছে, বেলা বেড়ে সকাল ৮টা বাজলেও ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।
স্থানীয়রা বলছেন, গত দুদিন ধরে কয়েকগুণ হাড়ে বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন তারা। অপরদিকে হাসপাতাল গুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশায় ঢেকে আছে জেলার পথঘাট। একই সঙ্গে কয়েকগুণ হাড়ে বেড়েছে শীতের অনুভূতি।
শহীদ