ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ঘন কুয়াশা: ফেরি না চলায় দুর্ভোগে হাজারো যাত্রী

প্রকাশিত: ০৭:৩৭, ২৫ জানুয়ারি ২০২৫

ঘন কুয়াশা: ফেরি না চলায় দুর্ভোগে হাজারো যাত্রী

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৩টা থেকে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছিল। রাত ৩টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে নদীর চ্যানেলের মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।

এ সময় ৭৬টি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ৪টি ফেরি। ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। তীব্র শীতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন।

ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

রাজু

×