ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

পিছিয়ে থাকা গ্রামকে এগিয়ে নিয়েছে যে স্কুল ! 

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি 

প্রকাশিত: ০৬:১৭, ২৫ জানুয়ারি ২০২৫

পিছিয়ে থাকা গ্রামকে এগিয়ে নিয়েছে যে স্কুল ! 

এ উপজেলার ভুজপুর থানার অন্তর্গত সুয়াবিল ইউনিয়নের বারোমাসিয়া একটি চরম অবহেলিত গ্রাম। বিরাট এলাকা জুড়ে এ গ্রামের অবস্থান হলেও কৃষি খাত ব্যাতিত সবদিকে পিছিয়ে। এ পিছিয়ে থাকা গ্রামে সামশুল আনোয়ার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ২০২০ সালে 'তৌহিদুল আনোয়ার হাই স্কুল 'প্রতিষ্টা করে বারোমাসিয়াকে একটি বর্ধিষ্ণু গ্রামে পরিনত করেছে। এ স্কুলে শিক্ষার পাশাপাশি নানা কর্মসুচী পালন করে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এমনকি, এ স্কুলটি বারোমাসিয়া গ্রামের দৃশ্যপট পাল্টে দিয়েছে। বর্তমানে এ স্কুলে প্রায় ৬'শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে স্কুল পরিচালনা পরিষদ ও প্রধান শিক্ষক কাউছার বেগম প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন কি দূর থেকে স্কুলে যাতায়াতের জন্য "বাই সাইকেল' ২০২৫" প্রকল্প থেকে ইতিমধ্যে ২২ জন ছাত্র ও ১৫ জন ছাত্রীকে বাই সাইকেল প্রদান করা হয়েছে। প্রধান শিক্ষক কাউছার বেগম আরো জানান, এ যাবৎ ১০১ জন শিক্ষার্থীকে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়েছে। 

বারোমাসিয়া গ্রামে আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তৌহিদুল আনোয়ার হাই স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের চিরায়ত বাংলার গ্রামীণ ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে অবগত করা, ছাত্র ও যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি, বাল্যবিবাহ, যৌতুক প্রথা ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি অত্র এলাকার পশ্চাৎপদ জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্কুল প্রাঙ্গণে ২০২৪ সালে ১৫জানুয়ারি থেকে ৪দিন ব্যাপী পৌষ মেলা’র আয়োজন করা হয়েছে। এলাকার সমাজ সেবক মোজাফফর বলেন, স্কুলটি প্রতিষ্টা হওয়াতে বারোমাসিয়া গ্রামটি আর পিছিয়ে নেই।

রাজু

×