ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি সাবেক ইউপি সদস্য আবু সাঈদের ছেলে। শুক্রবার দুপুরে স্থানীয় আসাদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসেন। মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে পড়ে যান। এরপর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এ ঘটনায় জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যান। তাকে রক্ষা করতে এগিয়ে আসা কয়েকজন মুসল্লি হামলার শিকার হন এবং আহত হন।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত জাহাঙ্গীর আলম কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি একজন সাধারণ ব্যবসায়ী এবং ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং ঘটনার দিন সকালে চট্টগ্রামে ফেরেন। গ্রামে পৌঁছে এলাকার মানুষের সঙ্গে দেখা করার পর জুমার নামাজ পড়তে মসজিদের পথে রওনা হন। এ সময় তার বাইকে একজন সঙ্গী ছিলেন।
ঘটনার সময় পেছন থেকে দুর্বৃত্তরা গুলি চালালে তিনি নিহত হন। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।
ভিডিও দেখুন: https://youtu.be/3eQMbiT8ttk?si=FoaewgXZPy9edaqN
এম.কে.