ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

রাবিতে দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুতে অনুসন্ধান কমিটি গঠন

রাবি সংবাদদাতা :

প্রকাশিত: ২২:০৬, ২৪ জানুয়ারি ২০২৫

রাবিতে দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুতে অনুসন্ধান কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঘুরতে এসে কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 


এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, বিষয়টি পরিষ্কার সড়ক দুর্ঘটনায় নিহতের মৃত্যু হয়েছে। ওই সময় অনেক প্রত্যক্ষদর্শী ছিলো।তারা অনেকেই দেখেছে।দ্রুততম সময়ে  প্রতিবেদন দেয়ার চেষ্টা করা হবে। আমরা পোস্ট মর্টেম এর রিপোর্টের জন্য অপেক্ষা করছি।

শিহাবের মৃত্যুতে শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন,এ বিষয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এখানে দুজন প্রক্টরিয়াল বডির সদস্য ও বাইরের একজন আছেন।  আমরা আসলে পোস্ট মর্টেমের রিপোর্টের জন্য অপেক্ষা করবো এবং  তা অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করবো।এ সময়টুকু সকলকে ধৈর্য ধারণ করতে আহবান করা হচ্ছে। 


প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিমুল নামে এক কলেজ শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন।তবে শিমুলের পরিবার ও সাথে থাকা মেয়ে বন্ধু দাবি করেছেন তাকে পেটানো হয়েছে। এরই প্রতিবাদে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী স্থানীয়রা।
 

সাজিদ

সম্পর্কিত বিষয়:

×