ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ফ্লাট বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শিবচর (মাদারীপুর)

প্রকাশিত: ২১:২৭, ২৪ জানুয়ারি ২০২৫

ফ্লাট বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ফ্লাট বাসা থেকে মনিকা আক্তার (১৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার চরগুয়াতলার পশু হাসপাতাল নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মনিকা আক্তার মাদারীপুর জেলার কালকিনি থানার সূর্যমনি বাজার এলাকার আব্দুল কাশেমের মেয়ে। 

পুলিশ সূত্রে জানা যায়, ‘নিহত মনিকা ও তার স্বামী রিয়াদ বেপারী গত এক সপ্তাহ আগে বেড়াতে আসেন মনিকার ফুপাতো বোনের বাসায় এবং এখানেই তাদের বিবাহ সম্পন্ন করেন ফুপাতো বোন ও তার স্বামী মামুন মোল্লা। শুক্রবার সকালে ফুপাতো বোনের ঢাকায় যাবার কথা থাকায় তাকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য ফুপাতো বোন জামাই সাথে যান।তার সাথে রিয়াদ বেপারীও সকালের নাস্তা আনার জন্য বের হন। ঘরে এক কক্ষে দরজা বন্ধ করে ছিল মনিকা আক্তার, আর অন্য কক্ষে ছিলো মামুন মোল্লার ফুপাতো ভাই সুজন। কিছু সময় পর মনিকা আক্তারের কক্ষের দরজা ধাক্কাধাক্কি করার পর দরজা না খুললে বিল্ডিংটিতে শোরগোল পরে যায়। মালিক লাভলু মুন্সী ভাড়াটিয়া মামুন মোল্লা, মনিকার স্বামী রিয়াদ ও মামুনের ফুপাতো ভাই সুজনকে আটক করে শিবচর থানায় খবর দেয়। পুলিশ তৎক্ষনাৎ টিম নিয়ে এসে দরজা ভেঙে মনিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। তবে এটা কি হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রতন শেখ বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। মেয়ের পরিবারকে খবর দেয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
 

JF

×