ছবি: সংগৃহীত
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেছেন স্ত্রীও। বৃহস্পতিবার রাতে জেলা সদরের দক্ষিণ সাতপাই এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মারা যাওয়া দম্পতি হলেন- রফিকুল ইসলাম (৫৫) ও রিনা বেগম (৪৫)। রফিকুল ইসলাম খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহায়ক ছিলেন। তার স্ত্রী রিনা বেগম ছিলেন গৃহিণী।
জানা গেছে, রফিকুল ইসলামসহ কয়েকজন মিলে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামের একটি মাছের খামার বর্গা নিয়ে মাছ চাষ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রফিকুল ওই খামার দেখতে যান। এ সময় তিনি বিদ্যুৎচালিত মোটর পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে স্বজনরা তার লাশ নিয়ে দক্ষিণ সাতপাই এলাকার বাসায় যান। তখন তার স্ত্রী রিনা বেগম মৃত স্বামীর খাটিয়া ধরে চিৎকার দিয়ে বলতে থাকেন, ‘তুমি লাশের খাটিয়ায় শুইয়া আছো কেন? আমারে রাইখ্যা কই যাও?’--- এসব বলে আর্তনাদ করতে করতে তিনি নিজেও মাটিতে লুটিয়ে পড়েন এবং অসুস্থ্য হয়ে যান। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মাত্র চার ঘণ্টা ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রফিকুলের ছোট ভাই পান্না ইসলাম বলেন, ‘ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে ভাবীও স্ট্রোক করে মারা গেছেন। তারা পরস্পরকে খুব ভালোবাসতেন।’
জানা গেছে, এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। শুক্রবার বেলা ১১টার দিকে দক্ষিণ সাতপাই রেলওয়ে সিগন্যালের পাশের জামে মসজিদের সামনে মারা যাওয়া দম্পতির জানাজা অনুষ্ঠিত হয়। তাতে শহরের অসংখ্য মানুষ অংশ নেন। পরে সাতপাই এলাকার পৌর কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। মাত্র চার ঘণ্টার ব্যবধানে দম্পতির মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচার পায়।
JF