শ্রীপুরে নলকূপের পানিতে চেতনানাশক মিশিয়ে একই গ্রামের পাশাপাশি তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। চেতনা নাশক মিশ্রিত নলকূপের পানি পান করে তিন পরিবারের সদস্যরা অচেতন ও অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ভেড়ামতলী গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে।
তিন পরিবারের অসুস্থ ৮ সদস্যরা হচ্ছেন, ভেড়ামতলী গ্রামের আনিসুর রহমান(৪৫), স্ত্রী সালমা আক্তার(৩৫), ছেলে তৌহিদুর রহমান(১০),পাশের বাড়ির মোকছেদ আলী(৫০) ছেলে মাসুদ (৩০) এবং মেয়ে মালাসহ(২৭) আরও দুইজন।
বাড়ির মালিক আনিসুর রহমান জানান, ‘বৃহস্পতিবার দুপুরের পর থেকে নলকূপের পানি পান করে শরীর ঝিমঝিম করছিল। বেলা বাড়ার সঙ্গে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ি। পরে রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘরের দরজায় পাশের বাড়ির লোকজন ধাক্কা দিলে আমার ঘুম ভাঙে। জেগে দেখি ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
আনিসুর রহমানের স্ত্রী সালমা আক্তার জানান, আমি গাজীপুর সদর উপজেলার মনিপুরে একটি কারখানায় চাকরি করি। গতকাল দুপুরে বাড়ি থেকে কারখানায় যাওয়ার পর থেকেই আমার চোখে ঘুম আসছিল। পরে কারখানা থেকে বাড়িতে ফিরে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। অচেতন অবস্থায় আমাদের ঘরের দরজা খুলে সবকিছু লুট করে নিয়ে গেছে ডাকাতেরা । আমার জমানো নগদ ৩০ হাজার টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা।
ভুক্তভোগী নাজমুল হাসান মাসুদ জানান,বৃহস্পতিবার দুপুর থেকেই নিজেকে মাতাল মাতাল লাগছিল। আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার আমার এক সহকর্মী খেয়েছিল। সেও মাতাল অবস্থায় ছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
স্থানীয়রা জানান, চেতনানাশক মিশিয়ে নলকূপের পানি পান করার পরই ভুক্তভোগীরা অসুস্থ হয়ে পড়েন। রাতে সবাই ঘুমিয়ে গেলে ডাকাতেরা তাদের ঘরের দরজা ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়। তিনটি পরিবারের মোট চার লাখ টাকার মালামাল লুট হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ডাকাতি নয়, তবে কৌশলে চুরির ঘটনা ঘটেছে। ওই টিমকে ধরার চেষ্টা চলছে এবং এসব ঘটনা নির্মূলে পুলিশ কাজ করছে।
রিফাত