ছবি: সংগৃহীত।
রাজধানীর ডেমরায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় (৩৫) নামে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় মো. বাবু, মো. সারফিন এবং মো. নাজমুল হোসেন নামে আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাটি ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বাঁশেরপুর এলাকায় ঘটে। নিহত মো. হৃদয় টাঙ্গাইল জেলার সিংনা গ্রামের ফরহাদ খানের ছেলে এবং তিনি ডেমরার শুকুরশী এলাকায় বসবাস করতেন।
নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, তার স্বামী মো. হৃদয় এস এম কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের চালক ছিলেন। দুর্ঘটনার সময় তিনি গাড়ি থামিয়ে তেল নিতে দাঁড়িয়েছিলেন। তখন পেছন থেকে আসা জনসেবা এক্সপ্রেস পার্সেলের একটি আন্তজেলা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো - ট ১১-৫৩-৫০) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অপরদিকে, আহত তিনজনকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সায়মা ইসলাম