ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

চালের দাম বাড়লেও সবজির বাজারে স্বস্তি

প্রকাশিত: ১৮:৪৯, ২৪ জানুয়ারি ২০২৫

চালের দাম বাড়লেও সবজির বাজারে স্বস্তি

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাজারে আরেক দফায় বেড়েছে চালের দাম। স্বর্না ২৮ মিনিকেটের দাম কেজিতে বেড়েছে ২-৩ টাকা। তবে পর্যাপ্ত সরবারাহ থাকায় কমেছে শীতকালীন সবজির দাম।  

মিল ও ডিলারদের যোগসাজশে পর্যাপ্ত সরবরাহ থাকায়ও বেড়েছে চালের দাম বলছেন বিক্রেতারা। শুক্রবার (২৪ জানুয়ারি) বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি স্বর্না ৫০,২৮ ও ৬২ মিনিকেট ৮২ টাকা দর বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বৈশাখের আগে চালের দাম কমবে না। আরেকজন বিক্রেতা বলেন, ৫-৬ টি কোম্পানি সবকিছু নিয়ন্ত্রণ করে, যার ফলে সরবারাহ থাকলেও কমানো যাচ্ছে না চালের দাম। 

তবে বাজারে কমেছে সব ধরনের সবজির দাম, প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ১০-২০ টাকায় পাওয়া যাচ্ছে। সিম ও নতুন আলুর কেজি ২০ টাকা। বেগুন, করোল্লা, টমেটো, গাজর ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাউ ও মিস্টি কুমড়া বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। সবজির দাম নাগালে আসায় খুশি ক্রেতারা। এছাড়া প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকায়। আর ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে ১৯০ টাকাতে। 

 

সূত্রঃ https://youtu.be/rxzD_ArEdcE?si=IlPffzfaMjLiksbO

রিফাত

×