ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এখন স্বাধীন: মাহমুদুর রহমান

নিজস্ব সংবাদদাতা, পটিয়া।

প্রকাশিত: ১৭:১১, ২৪ জানুয়ারি ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এখন স্বাধীন: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এখন স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আলেমদের ঐক্যের কারণে। হেফাজতে ইসলাম যদি প্রতিষ্ঠা না হতো, আজ বাংলাদেশ ভারতের প্রভাবমুক্ত হতে পারতো না। ইসলামি ঐক্য বাংলাদেশের তরুণ সমাজকে উৎসাহ দিয়েছে। আন্দোলনের স্পিরিট পেয়েছে এই ঐক্য থেকে। শেখ হাসিনাকে হটাতে শতাধিক মাদ্রাসাছাত্র শহীদও হয়েছেন।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পূর্বে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার খতমে বোখারি, দোয়া ও আত্মশুদ্ধি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ খোবাইব বিন তৈয়ব। এতে বক্তব্য রাখেন-পাকিস্তান থেকে আগত আওলাদে রসুল সাইয়েদ মাওলানা ফয়সাল নাদিম, অল ইন্ডিয়া তাহফুজে খতমে নবুয়ত এর ডেপুটি সেক্রেটারি মাওলানা শাহ আলম গৌরখপুরি।

মাহমুদুর রহমান আরো বলেন, ২০১০ সালে শেখ হাসিনা আমাকে এক বছর জেলে রেখেছিল। পত্রিকাও কিছু দিনের জন্য বন্ধ করে দিয়েছিল। তখন আমার মনে হয়েছিল, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। জেলে বসে মনে হয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে মুসলিমদের ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। এখন ভারত সুযোগের অপেক্ষায় আছে। সকল ভেদাভেদ ভুলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে এই দেশকে ভারত অঙ্গরাজ্যে পরিণত করবে বলেও মন্তব্য করেন। 


 

রিফাত

×