ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

নেত্রকোনা আইনজীবী সমিতির নতুন নেতৃত্বে সভাপতি মুকুল সম্পাদক মাসুদ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ,

প্রকাশিত: ১৬:৩০, ২৪ জানুয়ারি ২০২৫

নেত্রকোনা আইনজীবী সমিতির নতুন নেতৃত্বে সভাপতি মুকুল সম্পাদক মাসুদ

 

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল সভাপতি ও অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা দুজনই বিএনপি সমর্থিত আইনজীবী। 


বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শফিউল হক তালুকদার কিরণ ও দেওয়ান তাইমুর মোস্তফা। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন তমাল। সহসম্পাদক পদে নির্বাচিত হন মনসুর হোসেন চৌধুরী। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কমিটির আরও ৯ জন। তারা হলেন: লাইব্রেরি সম্পাদক পদে আরিফ মোহাম্মদ সিজার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল কাইয়ুম খান উত্থান, বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে মিজানুর রহমান হান্নান, অডিটর পদে আব্দুর রফিক বাবুল এবং সদস্য পদে কলপ মিয়া, রুহল আমীন, আজহারুল ইসলাম রুবেল, একেএম গোলাম রব্বানী ও মাহমুদুল হাসান জনি।

সাজিদ

সম্পর্কিত বিষয়:

×