ছবি: সংগৃহীত
মানব পাচারের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছে চট্টগ্রামের অনেকেই। যার বেশিরভাগই গ্রামের দুবাই প্রবাসী শ্রমিক।
অন্য দেশে বেশি বেতনে চাকরির লোভ দেখিয়ে সীমান্তে নিয়ে যাওয়া হয়। এরপর চলে টাকার জন্য নির্যাতন। তাদের আকুতি পেলে দিশেহারা হয়ে পড়ে আত্মীয়রা।
বাঁচার আকুতি নিয়ে পরিবারের কাছে বার্তা প্রেরণ করেন তারা। সম্প্রতি বাংলাদেশের ১৭ জনের পক্ষ থেকে এমন বার্তা পাওয়া গেছে। খপরে পড়ে দিশেহারা অবস্থা।
বেশি বেতনের চাকরির কথা বলে দুবাই থেকে থাইল্যান্ড নেয়ার কথা বলে মিয়ানমার বর্ডারে আটকে শুরু করে টাকার জন্য নির্যাতন। এর মধ্যে একজন ফিরে এলেও বাকিদের নেই কোন খোঁজ।
ভুক্তভোগী এক পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন রকমের ফেক অ্যাকাউন্ট থেকে তারা টাকা নিয়ে থাকে। স্ক্যামারের মতো কাজ করে। তাদেরকে দিয়ে ১৮ ঘন্টা ডিউটি করানো হয়। খুব নির্যাতন করে, এমনকি ইলেকট্রনিক শক দেয়।
জানা গেছে, দলের অন্যতম সদস্য রনি। তার বাড়ি ফেনীর ফাজিলপুর। সরে জমিনে গেলে দেখা যায় তার মা আত্মহত্যা করেছেন তিন বছর আগেই।
শিলা ইসলাম