ছবি : জনকণ্ঠ
চট্টগ্রামের পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। নিহতের আনুমানিক বয়স ৩০ বছর। তার পরনে ছিল নীল রঙের শার্ট ও কালো রংয়ের প্যান্ট। শুক্রবার সকাল ৮ টার দিকে পটিয়া উপজেলার ধলঘাট রেল স্টেশন এলাকায় কক্সবাজারগামী একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম ছেড়ে যাওয়া কক্সবাজারমুখী একটি ট্রেন পটিয়া উপজেলার ধলঘাট রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় ট্রেনের সাথে পথচারীর ধাক্কা লাগে। এসময় ওই যুবকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রেললাইনের পাশে পড়ে থাকে। পরে স্থানীয়রা থানা পুলিশ ও জিআরপি থানা পুলিশকে অবহিত করেন।
তবে পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেলকে জানানো হয়নি বলে জানান।
JF