ছবি : জনকণ্ঠ
মধ্যরাতে রহস্যজনক আগুনে চট্টগ্রামের পটিয়ায় দুই দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২:৪০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাইখাইন পেট্রোল পাম্প এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের টিম ছুটে গেলেও এরমধ্যেই মিজানুর রহমানের কুলিং কর্নার ও আবদুল আলিমের বিকাশের দোকান পুড়ে যায়। তবে আগুনের কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট না অগ্নিসংযোগ তা নিয়ে প্রশ্ন ওঠেছে। দুই দোকান ছাড়াও আগুনে পাশ্ববর্তী চৌকিদার ছৈয়দ নবীর ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
JF