বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডে প্রেমিকার সাথে অভিমান করে রাজু (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ২৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯:৩০ মিনিটে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম রাজুর মৃতদেহ তার নানা বাড়ি থেকে উদ্ধার করে।
জানা যায়, নিহত রাজু নলছিটি থানার দপদপিয়া ইউনিয়নের আনছার হাওলাদারের পুত্র। বাকেরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সালাম হাওলাদার রাজুর সম্পর্কে নানা হয়। ছোটবেলা থেকেই নানা বাড়িতে বড় হয়েছেন রাজু। রাজু অটো রিক্সা চালাতেন।
নিহত রাজুর মামা রুবেল হাওলাদার জানান, প্রতিবেশী এক নারীর সাথে রাজুর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। রাজু তার প্রেমিকাকে একটি মোবাইল ফোনও কিনে দিয়েছিল। কয়েকদিন আগে মোবাইল ফোনটি তাকে ফেরত দিয়েছে। প্রেম সম্পর্ক নিয়ে রাজুর সাথে ওই নারীর ঝামেলা চলে আসছিল। এরপর রাজু বিভিন্ন রকম নেশায় আসক্ত হয়। প্রেমিকার সাথে দ্বন্দ্বে রাজু গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।
নিহত রাজুর নানা সালাম হাওলাদার জানান, রাজু অটো রিক্সা চালাতেন। মাঝেমধ্যে রাতে বাসার বাহিরে ঘুমাতো। আজকের রাতেও বাসায় আসেনি। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি ঘরের সামনে আম গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দিয়েছে রাজু। এরপর আমরা রাজুর লাশ আম গাছ থেকে নামিয়ে ছাদের উপর রাখি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার কার্যক্রম চলছে। উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে।
আফরোজা