সপ্তাহব্যাপী মধুমেলা
আজ শুক্রবার ২৪ জানুয়ারি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান কবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। কবির ‘দুগ্ধ ¯্রােতরূপি’ কপোতাক্ষ নদের পাড়ে সাগরদাঁড়িতে সংস্কৃতি মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় মহাকবির জন্মবার্ষিকী ও সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করবেন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
যশোর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলাকে ঘিরে মরা কপোতাক্ষ নদের তীরে আম বাগানসহ গোটা এলাকায় চলছে উৎসবের আমেজ। দক্ষিনবঙ্গের বাঙালির এ উৎসবকে সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মধুমেলাকে ঘিরে এখন বর্ণিল সাজে সাজানো হয়েছে মধুপল্লী। মেলার মাঠসহ কপোতাক্ষ নদ, মধুপল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতিস্থল, কাছারিবাড়ি, কবির স্মৃতিবিজড়িত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র দর্শনার্থীদের দেখানো জন্য মুছে সাজিয়ে রাখা হয়েছে।
মাইকেল মধুসূদন দত্ত কেশবপুরের সাগরদাঁড়ি কপোতাক্ষ নদপাড়ের সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জমিদার বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মত্যুবরণ করেন।
আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী। কবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে একদিন আগে আজ ২৪ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে মধুমেলা। সপ্তাহব্যাপী চলবে মধুমেলা। বিকেলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হবে। ১৯৯৪ সাল থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে জন্ম বার্ষিকী ২৫ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী এই মধুমেলার উৎসব উদযাপিত হয়ে আসছে।
জেলা প্রশাসককে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে মধুমেলা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় জেলা প্রশাসন মেলাকে এবারও ইজারা দিয়েছেন। সপ্তাহব্যাপী এই মেলায় মধুমঞ্চে প্রতিদিনই থাকবে দেশের বরেন্য ব্যক্তিদের উপস্থিতিতে কবির স্মৃতিচারণ নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা ও দেশের শ্রেষ্ঠ শিল্পীদের সংগীতানুষ্ঠান।
মেলাকে আকর্ষনীয় করতে ইতিমধ্যে যাত্রা, সার্কাস, যাদু প্রদর্শীনি, কৃষিমেলা, মৃত্যুকূপ, নাগোরদোলা, কুঠির শিল্পসহ গ্রাম বাংলার হরেক রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এ ছাড়া মধুমঞ্চে প্রতিদিন বিনা টিকিটে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ২৪ জানুয়ারি বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী মধুমেলার উদ্বোধন করবেন। মধুমেলার উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের পুুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, বিএনপি’র জাতীয় কমিটির সদস্য ও কেশবপুরের সভাপতি আবুল হোসেন আজাদ, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুল, কেশবপুরের জামায়াতে ইসলামীর আমীর মোক্তার হোসেন, প্রমুখ।