বিজিবি অধিনায়ক কিবরিয়া
আপনাদের আসতে হবে না। বিএসএফকে শায়েস্তা করার জন্য আমি একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিজিবি অধিনায়ক কিবরিয়া।
তিনি বলেন, আমাদের যদি আপনাদের দরকার লাগে আমরা আপনাদের ডাকবো। আমরা না ডাকলে আপনারা আসবেন না।
এসময় তিনি আরও বলেন, আপনারা আমাদের কাজে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের অস্ত্র আছে, ট্রেনিং আছে আর আমাদের পেছনে ১৮ কোটি মানুষ আছে। আমাদের ভয় পাওয়ার কিছু নাই।
তিনি আরও বলেন, বিজিবি যখন শূন্য লাইনে দাঁড়িয়ে থাকবে তখন বর্ডার নিরাপদ। সুরক্ষিত থাকবে।
সবশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিজিবি আপনাদের সাথে আছে। যেকোন প্রয়োজনে আমাকে আপনারা পাশে পাবেন।
সূত্র: https://youtu.be/tjy-zNs5Af8?si=GluMda_69PiwVw77
ইসরাত