ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

এক বছর ধরে শিশু শিফাতকে খুঁজছে পরিবার 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০১, ২৩ জানুয়ারি ২০২৫

এক বছর ধরে শিশু শিফাতকে খুঁজছে পরিবার 

নিখোঁজের বছর পেরিয়ে গেলেও খোঁজ মিলেনি শিশু মো. শিফাতের (১৩)। গত বছরের ৫ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টর থেকে হারিয়ে যায় শিফাত। এরপর থেকে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও তার সন্ধান মিলেনি। এ ঘটনায় শিফাতের বাবা মো. নুরুল ইসলাম থানা পুলিশের দারস্থ হন।

 

তবে, পুলিশও শিফাতের অবস্থান সনাক্ত করে তাকে খুঁজে বের করতে পারেনি। ঘটনার পর থেকে ছেলেকে খুঁজে বেড়াচ্ছে তার পরিবার। তাকে না পেয়ে মানসিক ট্রমায় ভুগছে পুরো পরিবার। 

নিখোঁজ শিফাতের বাবা মো. নুরুল ইসলাম জানান, তার ছেলে উত্তরা আজমপুর উমুল মাদ্রাসায় পড়াশোনা করত। গত বছরের ৫ সেপ্টেম্বর মাদ্রাসাটির সামনে থেকে অজান্তে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

এ ঘটনায় গত বছরের ১২ অক্টোবর উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৬২৬) করেছেন। কিন্তু বছর পেরিয়ে গেলেও পুলিশও তার ছেলের সন্ধান দিতে পারেনি। ছেলেকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আহ্বান জানিয়েছেন তিনি।   

জিডি দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয় উত্তরা পূর্ব থানার এসআই মো. রেজাউল হককে। জানতে চাইলে তিনি বলেন, মাস তিনেক আগে তিনি অন্য থানায় বদলি হয়ে গেছেন। বিষয়টি এই মুহূর্তে তার মাথায় নেই। 

তাবিব

×