ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

সোনারগাঁয়ে দখলবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

সোনারগাঁও সংবাদদাতা

প্রকাশিত: ২০:২১, ২৩ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে দখলবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়াকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত চিঠিতে এ বহিস্কার করা হয়।

চিঠিতে বলা হয়, দখলবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

প্রসঙ্গ: উপজেলার জামপুর এলাকায় জমি ক্রয় করে একটি কারখানার নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় যুবদল নেতা আশরাফ ভূইয়া'র নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী ব্যবসায়ী আনোয়ারের কাছে চাদা দাবী করেন। পরবর্তীতে চাঁদা না দেয়ায় প্রায় ১কোটি টাকার  ইট,সিমেন্ট ও রোড সহ নির্মাণ সামগ্রী ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরী করে লুট করে নিয়ে যায় আশরাফ গংরা।
 

শিহাব

×