ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জামায়াতের উদ্যোগে রিকশা ভ্যান শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট 

প্রকাশিত: ১৯:৫৮, ২৩ জানুয়ারি ২০২৫

জামায়াতের উদ্যোগে রিকশা ভ্যান শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র( টুপি মাফলার) বিতরণ করেছে জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভ্যান ও রিকশা চালকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী শ্রমিককল্যাণ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল বাশার লাভলু,তুষভান্ডার ইউনিয়ন জামাতের আমীর মোজাম্মেল হক বাবুল, উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি হাসান আবদুল মালেক, উপস্থিত ছিলেন।   

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড ফিরোজ হায়দার লাভলু। জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড ফিরোজ হায়দার লাভলু বলেন  "শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের সহায়তায় আমরা সবসময় প্রস্তুত।" তবে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে বাড়ি বাড়ি গিয়ে যারা পাওয়ার হকদার তাদের ন্যায্য প্রাপ্য পৌঁছে দেওয়া হবে তাদের কষ্ট করতে হবেনা ইনশাআল্লাহ। 
 

ইসরাত

×