ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মঞ্চে ছাত্র প্রতিনিধির চেয়ার না রাখায় বিক্ষোভ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৩, ২৩ জানুয়ারি ২০২৫

মঞ্চে ছাত্র প্রতিনিধির চেয়ার না রাখায় বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত

যশোরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় বৈষম্যের অভিযোগ এনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে যশোর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মঞ্চে বসার সুযোগ না দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা সন্ধ্যায় একাডেমি চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন এবং জেলা প্রশাসক আজাহারুল ইসলামের পদত্যাগসহ তাকে প্রত্যাহারের দাবি তোলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

পরিস্থিতি শান্ত করতে খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার সার্কিট হাউজে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছেন। সংশ্লিষ্ট পক্ষগুলো বিষয়টি দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছে।

জাফরান

×