ছবিঃ সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও পরিবারের লোকজনকে হত্যার হুমকিসহ ভয়ভীতির ঘটনায় মায়ের দেওয়া অভিযোগে স্ত্রীসহ ছেলেকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৪টি ধারালো ছ্যান জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে উপ-পরিদর্শক (এসআই) কাউছার সুলতান বলেন,৯৯৯ ফোনের মাধ্যমে আমরা ঘটনাস্থলে যাই,ঘটনাস্থল থেকে ৪টি ছ্যান উদ্ধারসহ শরীফ ও তার স্ত্রী মানোয়ারাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের উত্তর দীঘলগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে।পরে বুধবার সকালে গ্রেপ্তারকৃত শরীফ ও তার স্ত্রী মনোয়ারাকে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার শরীফের মা শরিফন নেছা বাদী হয়ে ১০ জনের নাম ও অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন।
মামলার আসামিরা হলেন- দেলোয়ার হোসেন মাস্টার (৫৫), গোলাম নবী (৫৪), শরীফ (৩৫), মনোয়ারা (২৮), আব্দুর রউফ (৫৪), আসাদ (৩৩), আব্দুল মালেক (৫২), খোরশেদ আলম (৫৪), ছানোয়ার হোসেন (৩৮) ও আব্দুল কাদের (৬৫)।
এ বিষয়ে মামলার বাদী শরিফন নেসা বলেন, শরীফ আমার বড় ছেলে। সে আমাদের ভরণ-পোষণ করে না এবং মাঝে মধ্যেই আমাদের ওপর নির্যাতন করে। তাই বাড়ির জায়গা ছোট ছেলেকে লিখে দেই। এর জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। ছেলে শরীফ ও তার বউয়ের অত্যাচারে থানায় মামলা করতে বাধ্য হয়েছি।
জাফরান