ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ১৮:৩৩, ২৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৫, ২৩ জানুয়ারি ২০২৫

টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব শেখকে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বালাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি রাজীব শেখ এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী স্ত্রী, সন্তান ও দলের নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় হামলার শিকার হন। ওই হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করা হয় এবং তার মরদেহ মহাসড়কের পাশে ফেলে রাখা হয়।

এই ঘটনায় নিহত দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ করা হয়।

রিফাত

×