হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তুলসীপুর বাজার এলাকা থেকে৷ ৫১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৯০/এমপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তুলসীপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় উন্নতমানের কসমেটিক্স সামগ্রী ১২ হাজার ২২৮ পিস এবং থ্রি-ডি আইবল ক্যান্ডি ৯ হাজার ৩৭৫ পিস জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)- লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত চোরাচালানী মালামাল হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে তারা সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় সরাইল ব্যাটালিয়ন।
রাজু