'বুদ্ধিদীপ্ত বাংলাদেশ চাই-চাই সোনালী প্রজন্ম' এমন শ্লোগান নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয় আইকিউ অলম্পিয়ার্ড ন্যাশনাল রাউন্ড-২০২৪। আড়াই'শ শিক্ষার্থী পেল মেডেল অব এক্সেলেন্স এওয়ার্ড।
এ উপলক্ষে গত শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে রাজধানী ঢাকা তেজগাঁ কলেজ অডিটরিয়ামে এমন এক জমকালো আয়োজন করে দেশ বন্ধু গ্রুপ। সংশ্লিষ্ট গ্রুপ প্রধান নির্বাহী মশিউর রহমানের সার্বিক তত্বাবধানে পরিচালিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,আন্তর্জাতিক অপরাধ ট্ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি ড.গোলাম মর্তুজা মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,আইকিউ গ্রুপের রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র থেকে।। 'বুদ্ধিদীপ্ত বাংলাদেশ চাই,চাই-ই চাই সোনালী প্রজন্ম' এমন শ্লোগান নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ আইপিউ অলম্পিয়ার্ড ন্যাশনাল রাউন্ড-২০২৪।
এ উপলক্ষে গত শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে রাজধানী ঢাকা তেজগা কলেজ অডিটরিয়ামে এমন এক জমকালো আয়োজন করে 'দেশ বন্ধু' গ্রুপ।
এতে প্রধান অতিথি ছিলেন,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি ড.গোলাম মর্তুজা মজুমদার।
এদিন সকাল থেকেই ৫টি ধাপে বুদ্ধিমত্তা মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে সারাদেশ থেকে আঞ্চলিক পর্যায়ে বিজয়ী প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। এসময় চুড়ান্ত মেধা তালিকায় উত্তীর্ণ হন প্রায় আড়াই'শ শিক্ষার্থী। প্রধান অতিথি বিচারপতি ড.গোলাম মর্তুজা বিজয়ী শিক্ষার্থীদের গলায় পড়িয়ে দেন, 'মেডেল অব এক্সেলেন্স' এওয়ার্ড।
এদিকে প্রতিভা বিকাশে দেশ বন্ধু গ্রুপ আয়োজিত এমন ব্যতিক্রমী প্রাণবন্ত আয়োজন ক্ষুদে শিক্ষার্থীরা শুধু নয়,অভিভাবকরাও ছিল বেশ উচ্ছেসিত-আনন্দিত।হলছিল কানায় কানায় পূর্ণ এবং কোলাহল আর ভিডিও চিত্র ধারন ও সেলফি তুলতে মাতোয়ারা ছিল সকলেই ব্যস্ত। ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ সাত্তার সহ প্রমুখ।
এদিন সকাল থেকেই ৫টি ধাপে বুদ্ধিমত্তা মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে সারাদেশ থেকে আঞ্চলিক পর্যায়ে বিজয়ী প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন। এসময় চুড়ান্ত মেধা তালিকায় উত্তীর্ণ হন প্রায় আড়াই'শ শিক্ষার্থী। প্রধান অতিথি বিচারপতি ড.গোলাম মর্তুজা বিজয়ী শিক্ষার্থীদের গলায় পড়িয়ে দেন, 'মেডেল অব এক্সেলেন্স' এওয়ার্ড।
এদিকে প্রতিভা বিকাশে দেশ বন্ধু গ্রুপ আয়োজিত এমন ব্যতিক্রমী প্রাণবন্ত আয়োজন ক্ষুদে শিক্ষার্থীরা শুধু নয়,অভিভাবকরাও ছিল বেশ উচ্ছেসিত-আনন্দিত।হল ছিল শিক্ষার্থী-অভিভাবকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ।তখন সন্তানদের নিয়ে কোলাহল আর ভিডিও চিত্র ধারন ও সেলফি তুলতে মাতোয়ারা ছিলেন সকলেই।
আফরোজা