ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

৭৯জন প্রতিবন্ধীসহ ১০৩জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ জানুয়ারি ২০২৫

৭৯জন প্রতিবন্ধীসহ ১০৩জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

২৩ জানুয়ারি- গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৯তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল’ আয়োজিত ২০২৪ পর্বের প্রথম পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯ জন প্রতিবন্ধী সহ মোট ১০৩ জন মেধাবী শিক্ষার্থীকে ৬ লাখ ৮৭ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান  মঙ্গলবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বৃত্তি তহবিলের সদস্য আবু সালেহ সুমনের সঞ্চালনায় ও এসজেডএইচএম বৃত্তি তহবিলের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ এর সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

বক্তারা বলেন, আউলিয়ায়ে কেরামের দরবার চিরাচরিতভাবেই খেদমতের কেন্দ্র। একটা সময় ছিল এটা অনানুষ্ঠানিকভাবে করা হতো। সামনে না আসলেও নেপথ্যে থেকে আউলিয়া কেরামগণ যুগে যুগে জাতি গঠনে সহযোগিতা করেছেন। এমনকি বাংলাদেশের অভ্যুদয়ে মহান মুক্তিযুদ্ধে হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারীর দরবারের পক্ষ হতেও সক্রিয়, সচেতন অংশগ্রহণ ছিল, সহযোগিতা ছিল, রূহানী দোয়া তো ছিলই। পরিবর্তনশীল সময়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ট্রাস্ট কাজ করে চলছে।

হযরত শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট দেশব্যাপী মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ট্রাস্টটি গতানুগতিক ধারার বাইরে গিয়ে অনেক ইতিবাচক কাজ করছে যা সর্বসাধারণের নিকট সত্যিই প্রশংসিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি তহবিলের সদস্য সচিব আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন খালেদ চৌধুরী ও কর্ণফুলী আব্দুল জলিল চোধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন বৃত্তি তহবিলের সদস্য ডা. কৌশিক সাইমুন শুভসহ প্রমুখ।

রাজু

×