বুধবার সন্ধ্যা থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। রাত ২টার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ৩টার দিকে তা তীব্র আকার ধারণ করে, ফলে নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না।
এ অবস্থায় বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। এতে মাঝনদীতে ৯৬টি যানবাহনসহ ৫টি ফেরি আটকা পড়ে। ঘাট এলাকায়ও শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
তীব্র শীতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানিয়েছেন, কুয়াশা কমলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
রাজু