টঙ্গীতে তবলিগ জামাতের বিশ্ব ইজতেমা মাঠের আয়োজনে ব্যাপক প্রস্তুতি
টঙ্গীতে তবলিগ জামাতের বিশ্ব ইজতেমা মাঠের আয়োজনে ব্যাপক প্রস্তুতি কাজ দ্রুত এগিয়ে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে ৫৮তম বিশ্ব ইজতেমা টঙ্গী তুরাগ নদীর তীরে এ মাসের ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী শিল্পনগরীতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে বিশ্ব ইজতেমার।
লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় যোগদান করে থাকেন। ঢাকা টঙ্গী ও এর আশপাশের ছাত্র ও তাবলিগ অনুসারী মুসল্লিরা প্রতিদিন ইজতেমা মাঠের প্রস্তুতি কাজে অংশ নিচ্ছেন। তাবলিগের শূরায়ে নেজাম (জোবায়েরপন্থি) মাঠের প্রস্তুতি কাজ করছেন।
দুপর্বের তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি থেকে ১ ও ২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম পর্বের আয়োজনে রয়েছেন শূরায়ে নেজাম (জোবায়ের গ্রুপ)। মাঝখানে চারদিন বিরতি দিয়ে ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের। দ্বিতীয় পর্বের আয়োজনে থাকবেন সাদপন্থি সাদ গ্রুপের বাংলাদেশসহ আমির ওয়াসেফুল ইসলাম।
সরকারের পক্ষ থেকে দুপক্ষের ইজতেমা অনুষ্ঠানের আলাদা তারিখ নির্ধারণ করে দেয়া হলেও সাদপন্থিদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাদপন্থিদের বিশ্ব ইজতেমা করার দিনক্ষণ নির্ধারণ করা থাকলেও জোবায়েরপন্থিদের (শূরায়ে নেজাম) শীর্ষ নেতৃত্ব ঘোষণা দিয়েছেন সাদপন্থিদের কোন অবস্থাতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ইজতেমা করতে দেওয়া হবে না। তারা এমনও বলেছেন পন্থি বা গ্রুপ বলে তবলিগ জামাতে কোনো শব্দ নেই। তবলিগ জামাতে বিশ্ব ইজতেমা একটি। একবারই টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে।
জোবায়েরপন্থিদের এমন ঘোষণায় সাদপন্থিরা বলছেন তারা যে কোনো উপায়ে ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমা করেই ছাড়বেন। উল্লেখ করা যেতে পারে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমা আয়োজন করতে না দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের জোবায়ের গ্রুপের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় ট্রিপল মার্ডার ও শতাধিক মুসল্লি আহতে দুপক্ষই চরম পন্থা বেছে নেওয়ায় এমন পরিস্থিতির দেখা দিয়েছে।
সংঘর্ষ ও হতাহতের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় দুপক্ষই মামলা দায়ের করে। সাদপন্থি কয়েক শীর্ষ মুরব্বি গ্রেপ্তারের পর হাইকোর্ট থেকে মুক্তি এবং অন্তর্বর্তী জামিন পান। শূরায়ে নেজামের (জোবায়েরপন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জনকণ্ঠকে বলেন, শূরায়ে নেজাম সাথীদের ওপর হামলা চালিয়ে হতাহতের ঘটনায় সাদপন্থিরা বিশ্ব ইজতেমা করার নৈতিক অধিকার হারিয়েছে। এদিকে সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক আবু সায়েম জনকণ্ঠকে বলেছেন, শত বাধায় আমাদের ইজতেমা কেউ আটকিয়ে রাখতে পারবে না। আমাদের বিশ্ব ইজতেমা আমরা করেই ছাড়ব।