শাহবাগে চার দফা দাবিতে সড়ক অবরোধ করে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ
চার দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তাদের অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে জনসাধারণ। পরে ছয়টার দিকে দাবি পূরণের আশ্বাস পেয়ে শাহবাগ ছাড়েন তারা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা যায়, অবরোধের ফলে সায়েন্সল্যাব থেকে শাহবাগ, ফার্মগেট থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যান চলাচল বন্ধ। বেশিরভাগ গাড়িই শাহবাগ মোড়ের কাছাকাছি পর্যন্ত এসে ফিরে যাচ্ছে। তাদের অবরোধের কারণে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি।
এজন্য তারা সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন। পরে বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। সেখানে বৈঠকে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাতদিনের আল্টিমেটাম দিয়ে আসেন। পরে শাহবাগে এসে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে আন্দোলন শেষ করেন। তবে, সাতদিনের মধ্যে দাবি আদায় না হলে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, আমরা আমাদের দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময়ে তারা আমাদের দাবি মেনে নেয়নি বা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। তাই আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।
সন্ধ্যা ছয়টায় ম্যাটস শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, আজকে সচিবালয়ে আলোচনায় উনারা আমাদের দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে আমাদের কাছে তারা একটু সময় চেয়েছেন।
আমরা তাদের সাতদিনের সময় দিয়েছি। সাতদিনের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা সারাদেশ থেকে লংমার্চ করে ঢাকায় আসব। তাদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে, অনতিবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি; অনতিবিলম্বে কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা প্রদান; প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন; অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদ- ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা প্রদান।